Web Analytics

লালমনিরহাটের চোরঙ্গী মোড়ে এক পথসভায় সারজিস আলম বলেছেন, সরকারকে অনুরোধ করব- দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পুশইন, এজেন্ট পাঠানোকে আমরা দেশের বিরুদ্ধে চক্রান্ত মনে করি। তিনি বলেন, প্রয়োজনে আরও জীবন দিব, রক্ত দিব কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই বাংলাদেশ শুধু ভারত নয় পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ না। আরো বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। সারজিস বলেন, বাংলাদেশের টাকা বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারি করা হয়েছে। তিনি বলেন, শুধু বিজিবি না আপনারা প্রত্যেকেই সীমান্তের একেকজন করে সীমান্ত রক্ষী। জনগণকে সজাগ থাকতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!