Web Analytics

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নিজেদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে যুক্তরাষ্ট্র। ২৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে দেশটিকে লেভেল–৩ বা ‘পুনর্বিবেচনা করে ভ্রমণ করুন’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে। অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ, সামাজিক অস্থিরতা ও অপহরণের ঝুঁকি উল্লেখ করে এই সতর্কতা জারি করা হয়েছে বলে পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে সন্ত্রাসী হামলা পূর্ব সতর্কতা ছাড়াই ঘটতে পারে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা ও সরকারি ভবনের কথা উল্লেখ করা হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু এলাকাকে লেভেল–৪ বা ‘ভ্রমণ করবেন না’ শ্রেণিতে রাখা হয়েছে, যেখানে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়া আইনত দণ্ডনীয় এবং অতীতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে মার্কিন নাগরিকদের আটক করা হয়েছে। লেভেল–৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়, আর লেভেল–৪ সর্বোচ্চ সতর্কতা স্তর হিসেবে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানায়।

Card image

Related Rumors

logo
No data found yet!