Web Analytics

চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে ইরান। বিক্ষোভে হস্তক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই অভিযোগ করেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানিদের সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানানোর পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ও সাবেক পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি এক্সে পোস্ট দিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুকে ইরানের জনগণের প্রধান হত্যাকারী হিসেবে উল্লেখ করেন।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা উসকে দেওয়া, সহিংসতা প্ররোচিত করা এবং ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরির অভিযোগ তোলেন। তিনি লেখেন, নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রত্যক্ষ ও অনস্বীকার্য আইনি দায় বহন করে। চিঠিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকেও পাঠানো হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!