উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছে সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ সময় কর্মচারীরা উপদেষ্টাকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন। উপদেষ্টা বলেন, অধ্যাদেশে কিছু প্রভিশন আছে যেগুলোর অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা আছে। আমি এটি নিয়ে আলোচনা করব। তিনি বলেন, আপনাদের অবস্থান তা হলো এটি বাতিল করে দিতে হবে। আর একটা বিষয় হতে পারে এই অধ্যাদেশটি যে অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোকে অ্যাড্রেস করা যায় কি না। সেটাও আপনারা একটু মাথায় রাখবেন। অফিসে কাজের পরিবেশটা যাতে থাকে সেই বিষয়ে কর্মচারীদের নজর দেওয়ার অনুরোধ জানান উপদেষ্টা!