বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন। তৌহিদ হোসেন সৌদি রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দুই দেশের বিদ্যমান সুসম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।