জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ১৬ জুনের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে যারা আগে আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এর আগে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে এমন সুবিধা দেওয়া হয়েছিল। এছাড়া বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যেসব ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে তারা আবেদন করতে পারবেন না।