বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে টালবাহানা চলছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায়। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান। ১৭ বছর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। এই সময় তিনি বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তার উপর চলা জুলুমের চিত্র তুলে ধরেন। গয়েশ্বর বলেন, জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা।