পটুয়াখালীর বাউফলে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হৃদয় হোসেন (১৭) উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিকিৎসার অভাবে হৃদয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার বাবা আনসার হাওলাদার। অটোরিকশা চালক পিতার ছোট ছেলে হৃদয় হোসেন ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার সামনে আন্দোলনরত অবস্থায় তিনি পুলিশের গুলিতে আহত হন। দীর্ঘ ৩ মাস তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে গ্রামের বাড়ি চলে আসেন তিনি। দরিদ্র বাবা উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশা আর একটি গাভী বিক্রি করে ছেলের চিকিৎসা করান। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে জানাজা শেষে হৃদয়ের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে। সহায় সম্বল এবং সন্তান হারিয়ে পিতা শোকে বিহ্বল। শোক প্রকাশ করেছেন জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।