সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি হলেও ধর্ষণ হয়নি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। যদিও ধর্ষণের বিষয়টি এক ভুক্তভোগী গণমাধ্যমকে জানিয়েছেন। পুলিশ সুপার বলেছেন, বিশেষ নারীর সঙ্গে কথা বলেছে পুলিশের একাধিক টিম। তিনি ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন। তবে ধর্ষণের বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশের পক্ষ থেকে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বাসযাত্রীদের তথ্যমতে রাত সাড়ে বারোটা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি করেছে ডাকাত দলটি। তিনজনকে সন্দেহ করে গ্রেফতারের পর আদালতে দিলে জামিন হয়েছে তাদের। পরে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।