Web Analytics

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে তাজিক কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার শামসিদ্দিন শোখিন জেলার কাভো গ্রামে আফগানিস্তান থেকে তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করলে সংঘর্ষের সূত্রপাত হয়। তাজিক সীমান্তরক্ষীদের আত্মসমর্পণের নির্দেশ অমান্য করার পর গোলাগুলির ঘটনা ঘটে।

তাজিকিস্তান জানিয়েছে, অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী ছিল এবং তারা সীমান্ত চৌকিতে সশস্ত্র হামলার পরিকল্পনা করেছিল। সীমান্তরক্ষীদের অভিযানে তিনজনই নিহত হন। কর্মকর্তারা জানান, সংঘর্ষের আগে তারা তাজিক ভূখণ্ডে প্রবেশ করেছিল।

ঘটনাস্থল থেকে তিনটি এম-১৬ রাইফেল, একটি কালাশনিকভ রাইফেল, সাইলেন্সারসহ তিনটি বিদেশি পিস্তল, ১০টি হ্যান্ড গ্রেনেড, একটি নাইট-ভিশন স্কোপ, বিস্ফোরক ও অন্যান্য গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!