নেত্রকোনার মদন উপজেলার ধনপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শনিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধনপুর গ্রামের মতিউর রহমান ও তাইজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
প্রায় এক মাস আগে একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং এ ঘটনায় থানায় একাধিক মামলা হয়। শনিবার দুপুরে আবারও তারা বল্লম, টেঁটা, লাঠি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগের মামলাগুলো চলমান রয়েছে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।