মঙ্গলবার সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুরের পীরগঞ্জে। পরে তারা আবু সাঈদের মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। আবু সাঈদের মা মনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এই আবেগঘন মুহূর্তেই শুরু হয় এনসিপির সারাদেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’। দলের নেতারা জানান, আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে তারা নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।