Web Analytics

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার অভিযোগে গ্রেফতার গৃহবধূ নিশি রহমানকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (৭ ডিসেম্বর) পাবনা প্রশাসনিক আদালত-২ এর বিচারক তারিকুল ইসলাম শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা জানান, এটি জামিনযোগ্য অপরাধ এবং নারী বিবেচনায় আদালত জামিন দিয়েছেন। পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জানুয়ারি। ঘটনাটি আলোচনায় আসে যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের আশপাশে থাকা টম নামের কুকুরটির আটটি ছানা নিখোঁজ হয় এবং পরে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, নিশি রহমান রাতে ছানাগুলোকে বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ নিশিকে গ্রেফতার করে। আইনজীবীরা জানিয়েছেন, তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। প্রাণী নির্যাতন রোধে সঠিক তদন্ত ও ন্যায্য বিচার নিশ্চিত করার দাবি উঠেছে স্থানীয়ভাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!