Web Analytics

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্যসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে ২০২৬ মেয়াদের জন্য নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি ও সিবগাতুল্লাহ সিবগা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শফিকুর রহমান বলেন, দুর্নীতি না করা, সবার জন্য সমান বিচার নিশ্চিত করা এবং সংস্কারের সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে যেকোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে।

তিনি জানান, জামায়াত এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে কেউ বেকার না থাকে। তরুণদের বেকার ভাতা নয়, বরং কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি অতীতের শিক্ষাঙ্গনে সহিংসতার সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করে অস্ত্র ধরানো হয়েছিল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সংসদ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!