Web Analytics

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন– বাংলাদেশে যতো সংস্কার হয়েছে, তা বিএনপির হাত ধরে হয়েছে। এনসিপির শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে। তারপরও সৌন্দর্যমূলক আলোচনা চালু রাখতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই নেতা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি চালু করার মধ্যে দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করা সম্ভব। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাল রাজনৈতিক সংস্কৃতি দিয়ে ফ্যাসিবাদি রাজনীতি বিলোপ ঘটাতে হবে। এ সময় সারজিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এদিকে ডাকসুকাণ্ডে এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেন, সর্বোচ্চ আদালত ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটাতে গেলে তা কোনো দল মেনে নেবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!