বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা অভিযোগ করেছেন যে একটি ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিনের গ্যাস সংকটের সুযোগ নিয়ে জনগণের দুর্ভোগকে ব্যবসায় পরিণত করেছে। বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা গ্যাস সরবরাহ সংকট নিরসন ও সিলিন্ডার গ্যাসের ‘নৈরাজ্য’ বন্ধের দাবি জানান। সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, রাজধানীসহ সারাদেশে গ্যাস সরবরাহে ভয়াবহ সংকট চলছে এবং ইন্টেরিম সরকার জনগণের কষ্টের প্রতি উদাসীন।
সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবে গ্যাস সরবরাহ সীমিত রাখছে যাতে বিদেশ থেকে গ্যাস এনে বেশি দামে বিক্রি করা যায়। তিনি এলপিজি সিলিন্ডারের উৎপাদন বাড়ানোর দাবি জানান। বিক্ষোভ শেষে সিপিবির একটি প্রতিনিধিদল তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দেয়, যেখানে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ নিশ্চিত করা, সরবরাহ না থাকলে বিল বাতিল এবং সিন্ডিকেট ভেঙে দাম কমানোর দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং এতে কেন্দ্রীয় ও ছাত্রনেতারা বক্তব্য রাখেন।