ক্ষমতায় আসার আগেই মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে সেই লক্ষ্যে কাজ শুরু করলে ইউক্রেন মুশকিলে পড়ে। এমনকি ট্রাম্প আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চান। জবাবে জেলেনস্কি বলেছিলেন, আমি আমার দেশ বিক্রি করতে পারব না। তবে এখন এই কথা থেকে সরে এসেছেন। খনিজ সম্পদ ভাগাভাগি চুক্তিতে রাজি হয়েছেন জেলেনস্কি। এই চুক্তিকে প্রতারণা বলছে রাশিয়া। এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকায় ইউক্রেনকে দেওয়া তিনশ থেকে সাড়ে তিনশ বিলিয়ন ডলার ফেরত চায় মার্কিন করদাতারা। চলতি সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্প জেলেনস্কির সাক্ষাৎ হবে।