Web Analytics

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া খালে দেশি মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সরকারি উদ্যোগে একটি স্থায়ী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের শ্রীভাঙ্গা ব্রিজের দুই পাশে ১ দশমিক ৪ হেক্টর এলাকাজুড়ে এই অভয়াশ্রমটি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বাঁশের বেড়া, লাল পতাকা এবং পানিতে গাছের ডাল ফেলা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, অতিরিক্ত মাছ ধরা, কীটনাশক ব্যবহার ও প্রাকৃতিক দুর্যোগে দেশি মাছের উৎপাদন হ্রাস পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষা ও প্রজননক্ষম মা মাছের নিরাপদ আবাস নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। চিথলিয়া, ধনীকুণ্ডা, রামপুরসহ ছয় গ্রামের ১২ জনের সমন্বয়ে গঠিত সুফলভোগী দল অভয়াশ্রমটির রক্ষণাবেক্ষণ করছে। স্থানীয় জেলেরা আশা প্রকাশ করেছেন, সঠিক ব্যবস্থাপনায় দেশি মাছের সংখ্যা বাড়বে।

এছাড়া মুহুরী নদীর বেইলি ব্রিজের উত্তর পাশে আরেকটি মৎস্য অভয়াশ্রম স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা সরকারি বরাদ্দ পেলে বাস্তবায়ন করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!