প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানায় যে, ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে থাকলেও বিএনপির নাম ও প্রতীক মাঝখানে রাখা হয়েছে, ফলে ভাঁজ করলে তা চোখে পড়বে না।
নজরুল ইসলাম খান জানান, কমিশন বিষয়টি খেয়াল করেনি বলে তাদের মনে হয়েছে। কমিশন বলেছে, ব্যালটের ক্রম অ্যালফাবেট অনুযায়ী নির্ধারিত হয়েছে, তবে বিএনপির দাবি এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তারা ব্যালট সংশোধনের অনুরোধ জানিয়েছে। এছাড়া বাহরাইনে কিছু ব্যক্তি পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে এমন একটি ভাইরাল ভিডিওর বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এবার প্রবাসীসহ ১৫ লাখের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।