সোমালিয়ার লোয়ার শাবেলের সাবিদ ও কানোল এলাকায় সরকারি বাহিনী মোট ৬টি বিমান হামলা চালায়। এতে সেখানে ১৯ জন আল-শাবাব সদস্য গুরুতর আহত হয়। অন্তত ৮২ সদস্য নিহত হয়েছেন। উল্লেখ্য, সোমালী সরকার আল-শাবাবকে ‘খাওয়ারিজ’ নামে অভিহিত করে। দেশটির গোয়েন্দা সংস্থা নাগরিকদের সতর্ক করে বলেছে, ‘খাওয়ারিজদের ঘাঁটি থেকে দূরে থাকুন। কারণ এগুলোই জাতীয় সেনাবাহিনীর মূল লক্ষ্য’।