Web Analytics

ইসরাইলি সেনাবাহিনীতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে, কারণ প্রায় ৬০০ কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরাইলের সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে চালু থাকা ‘চিফ অব স্টাফ ইনক্রিজ’ নামের আর্থিক সুবিধা স্থগিত করার পরই এই পদত্যাগের ঢল নামে। এই সুবিধা ছিল স্থায়ী সেনাসদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা, যা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বাহিনীর ভেতরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম *ইসরাইল হায়োম* জানায়, পদত্যাগকারীদের অধিকাংশের বয়স ৪২ বছরের বেশি এবং তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান, কারণ তখন থেকেই স্থগিতাদেশ কার্যকর হবে। অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে পূর্বে একটি সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে এমকে আমিত হালেভির আপত্তির কারণে বিষয়টি আটকে আছে। এই অচলাবস্থা সেনাবাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সেনাবাহিনীর কার্যক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে বৈঠক ডাকতে পারেন।

Card image

Related Rumors

logo
No data found yet!