Web Analytics

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মেয়ে ও এমপি দুদুজিলে জুমা-সামবুদলা পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৭ জন দক্ষিণ আফ্রিকান যুবককে রাশিয়ায় দেহরক্ষী প্রশিক্ষণের নামে পাঠিয়ে ইউক্রেইনের যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে জড়িয়ে ফেলেছেন। জুমা-সামবুদলা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনিও প্রতারণার শিকার হয়েছেন এবং ভেবেছিলেন প্রশিক্ষণটি বৈধ। তার দল উমখুনটো উই সিজ (এমকে) জানিয়েছে, পদত্যাগটি ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি এখন ওই যুবকদের দেশে ফেরাতে কাজ করছেন। পূর্ব ইউক্রেইনের ডনবাসে আটকে থাকা এক যুবক ‘সিফো’ নামে পরিচিত, যিনি বিবিসিকে পাঠানো ভয়েস নোটে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা বর্ণনা করেছেন। ভুক্তভোগীদের পরিবার নিরাপদ প্রত্যাবর্তন ও জবাবদিহিতা দাবি করছে। ঘটনাটি দক্ষিণ আফ্রিকায় রাজনৈতিক ও নৈতিক বিতর্ক সৃষ্টি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!