আগামী মাসেই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। কিন্তু ব্যস্ত সূচির অজুহাত দেখিয়ে সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে নিয়ে গেছে বিসিসিআই। এছাড়া আগামী সভা ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। উল্লেখ্য, এসিসি সভায় চলতি বছরের এশিয়া কাপের চূড়ান্ত সূচি ও ভেন্যু নির্ধারণের কথা রয়েছে।