Web Analytics

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম খানের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক উঠান বৈঠকে বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নজরুল ইসলাম খান কাচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। পরে তিনি দাবি করেন, আবেগের বশে এলাকার উন্নয়নের কথা ভেবে এমন বক্তব্য দিয়েছেন এবং ভুলভাবে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, তবে তার কর্মকাণ্ডে বিএনপির ভোট কমছে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।