বাহরাইনের শিয়া সম্প্রদায়ের সবচেয়ে জ্যেষ্ঠ ধর্মীয় নেতা শেখ ইসা কাসেম বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য লাখ লাখ ইরানি জীবন উৎসর্গ করতে প্রস্তুত। প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে তিনি খামেনিকে বিশ্বের একজন অনন্য নেতা হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তার গভীর ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক মর্যাদা ও রাজনৈতিক নেতৃত্ব তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
কাসেম বলেন, ইরানের নারী-পুরুষ উভয়েই খামেনির নির্দেশকে ধর্মীয় নির্দেশ হিসেবে গ্রহণ করে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরাও তাকে সমর্থন করেন। তার মতে, ইরানের স্থিতিশীলতা, শান্তি ও মানবভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় খামেনির প্রচেষ্টার পাশে আছেন সবাই।
তিনি আরও বলেন, ১৩ জানুয়ারি ইরানজুড়ে দাঙ্গার বিরুদ্ধে লাখো মানুষের প্রতিবাদ ছিল বিদেশি মদতপুষ্ট নাশকতার বিরুদ্ধে খামেনির প্রতি জনগণের স্পষ্ট সমর্থনের প্রমাণ। ট্রাম্পের সংস্কার দাবিকে তিনি অবিশ্বাস্য বলে মন্তব্য করেন।