কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থান থেকে ২ ভারতীয় নগরিক আটক করা হয়। আটককৃতরা হলেন সঞ্জিত দেব বর্মা (৩০), বিমল দেব বর্মা (২৩)। আটককৃতরা জানান, তারা পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে।