মঙ্গলবার বেলা ১১টায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম, দক্ষিণ এশিয়ার বাংলাদেশের নিচে কেবল আফগানিস্তান অবস্থান করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের এ নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত ফ্যাসিস্ট সরকার দুর্নীতিবিরোধী কথা বললেও দুর্নীতিকে লালন ও প্রশ্রয় দিয়েছে। সিপিআই অনুসারে বাংলাদেশের স্কোর ২৩, বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ভালো দিক থেকে বাংলাদেশের স্কোর দুই ধাপ অবনতি হয়ে ১৮০টি দেশের মধ্যে ১৫১তম হয়েছে।