জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগ নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে গণমিছিলের ঘোষণা দিয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় ঢাকার বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হবে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন এবং এটি আয়োজন করছে দলের ঢাকা মহানগর শাখা। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে জানায়, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। এই রায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।