দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের পর যখন সিরিয়া স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে, তখন দেশটিতে দেখা দিয়েছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা, যা কৃষি খাতকে ক্ষতিগ্রস্ত করছে এবং খাদ্য নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। নদী ও হ্রদ শুকিয়ে গেছে, ফসল নষ্ট হয়েছে, এবং বড় শহরে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এই মৌসুমে গম উৎপাদন স্বাভাবিকের অর্ধেকের কম। যুদ্ধের কারণে ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকরা টিকে থাকার জন্য লড়াই করছেন। ২৩ মিলিয়ন মানুষকে খাদ্য সরবরাহের জন্য সরকারকে আরও বেশি গম আমদানি করতে হতে পারে।