চীনের হুনান প্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা একটি নজরদারি মশার আকৃতির ড্রোনরোবট তৈরি করেছেন। এতে রয়েছে চুলের মতো পাতলা পা ও দুটি ডানা, যা স্মার্টফোনের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এ নিয়ে এনইউডিটি’র শিক্ষার্থী লিয়াং হেশিয়াং বলেন, 'রোবটটি দেখতে অনেকটাই মশার মতো। ক্ষুদ্রাকৃতির এই বায়োনিক রোবট নজরদারি ও সামরিক অভিযানে বিশেষভাবে উপযোগী।’ জানা গেছে, যুক্তরাষ্ট্রেও বড় মশার আকৃতির এই ধরনের নজরদারি প্রযুক্তি উদ্ভাবন হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।