রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির প্রথম বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক। ছোটখাটো বিষয় থেকে শুরু করে ধাপে ধাপে বড় সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। সন্তু লারমা, সুদত্ত চাকমা, সুপ্রদীপ চাকমা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আগামীতে আরও বৈঠকের মাধ্যমে অগ্রগতি ঘটানোর আশ্বাস দেওয়া হয়েছে।