Web Analytics

২২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী মনোজ সাই লেল্লাকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফ্রিস্কো পুলিশ ২২ ডিসেম্বর গ্রেপ্তার করেছে। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের সিনিয়র শিক্ষার্থী। পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্যজনিত একটি ঘটনার কথা জানিয়ে ও হুমকির অভিযোগ করার পর পুলিশ তার বাড়িতে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগে তিনি বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লেল্লার বিরুদ্ধে ‘বাসস্থান বা উপাসনালয়ে ক্ষতিসাধনের উদ্দেশ্যে অগ্নিসংযোগ’-এর অভিযোগ আনা হয়েছে, যা প্রথম-ডিগ্রির গুরুতর অপরাধ। পাশাপাশি পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ হুমকির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, যা ক্লাস ‘এ’ মিসডিমিনার অপরাধের আওতাভুক্ত। তবে পুলিশ জানিয়েছে, কোনো উপাসনালয়ের প্রতি হুমকির প্রমাণ পাওয়া যায়নি।

আদালতের নথি অনুযায়ী, অগ্নিসংযোগ মামলায় তার জামিন নির্ধারণ করা হয়েছে ১ লাখ মার্কিন ডলার এবং হুমকির মামলায় ৩ হাজার ৫০০ মার্কিন ডলার।

Card image

Related Rumors

logo
No data found yet!