Web Analytics

বাউফলের বিদ্যালয়ে জেলা দুদক ও বাউফল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ছিল সোমবার। দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতির পদে রয়েছেন সাংবাদিক ইমরান। ইউএনওকে আমন্ত্রণ জানাতে কয়েক দফা ইউএনওর কার্যালয়ে যান এ সাংবাদিক। তবে তাকে পাননি তিনি। এমনকি ফোনেও না। পরে প্রধান শিক্ষক ইউএনওকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন। চিঠির মাধ্যমে কেন আমন্ত্রণ দেওয়া হয়নি সেই কৈফিয়ত চান ইমরানের কাছে। আয়োজকদের জেলে ভরে শাস্তির হুমকি দেন। ইউএনও বলেন, উপজেলা কমপ্লেক্সে কে গেছে। কমপ্লেক্সে তো কাউয়া-বক থাকে। আপনি আমার বাংলোতে গেলেন না কেন। আমার বাংলোও একটা অফিস।’ ইউএনও বলেন, ‘আমি প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে শাস্তি দিতে পারি।’ তখন ইমরান বলেন, ‘ক্ষমতা আছে, আপনি দেন শাস্তি।’ এ সময় ইউএনও নিজের পিয়নকে দিয়ে খবরপত্রের সাংবাদিক এইচ বাবলুকে ভয়ভীতি দেখান।

Card image

Related Rumors

logo
No data found yet!