চলতি জুলাইয়ের প্রথম ৩০ দিনে দেশে এসেছে ২৩৬.৮০ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স, যা ১ ডলারে ১২২ টাকায় ২৮,৮৮৯.৬০ কোটি টাকার সমান। এটি গত বছরের একই সময়ের ১৭৯.৪০ মিলিয়ন ডলারের তুলনায় ৩২ শতাংশ বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ৩১ জুলাই এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের মাসিক রেমিট্যান্স জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত USD ২১৮.৫২ থেকে ৩২৯.৫৬ মিলিয়ন ডলারের মধ্যে ছিল।