Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগে ফিফার প্রথম শান্তি পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিতব্য দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ট্রাম্প সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উপস্থিত থাকবেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ফুটবল শান্তি ও ঐক্যের প্রতীক, এবং যারা মানুষকে একত্রিত করেন, তাদের সম্মান জানাতেই এই পুরস্কার। যদিও ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের নাম ঘোষণা করেনি, নিউইয়র্ক টাইমসের সূত্রে জানা গেছে তিনিই পুরস্কার পাচ্ছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ফিফার কাছে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেও কোনো জবাব পায়নি। অনুষ্ঠানে ট্রাম্পের পছন্দের ব্যান্ড ভিলেজ পিপল পারফর্ম করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!