বিএনপি জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার তারিখ বেছে নিয়েছেন সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিতে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও স্বাগত কমিটির সদস্য অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, সরকারি ছুটি ও টানা তিন দিনের অবকাশের কারণে ওই সময়ে সড়কে মানুষের চাপ তুলনামূলকভাবে কম থাকবে। এতে বড় জমায়েত হলেও জনজীবনে বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, মহাখালী, আবদুল্লাহপুর ও বিমানবন্দরের সামনে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যাতে বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়। তারেক রহমান চান না তার প্রত্যাবর্তন কর্মসূচি সাধারণ মানুষের কষ্টের কারণ হোক, তাই এমন সময় ও পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেন। ২০২৪ সালে উচ্চ আদালত তার সাজা বাতিল করায় দেশে ফেরার আইনি বাধা দূর হয়।