রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক লতিফুর রহমান কচির (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মোটরসাইকেল নিয়ে মীরগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি পারশাওতা-বিনোদপুর ফেরার পথে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে নিবিড় পরিচর্চাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতি করতেন। তিনি উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।