Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধেরও অবসান ঘটাতে। সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক টেলিফোন আলাপে জেলেনস্কি ট্রাম্পকে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে সফলতার জন্য অভিনন্দন জানান এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, রুশ বাহিনী এখনও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কিছু নির্দিষ্ট চুক্তিতে তাঁরা পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই অভিজ্ঞতা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগানো উচিত। তাঁর মতে, রাশিয়াকে আলোচনায় আনতে হলে শক্তিশালী প্রতিরোধই একমাত্র উপায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।