কুমিল্লা বোর্ডের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী অনামিকা দেবনাথ ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে সেরা হয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে এই কৃতিত্ব অর্জন করেছেন। তবে বোর্ড থেকে প্রথম-দ্বিতীয় বা তৃতীয় স্থান নির্ধারণ করা হয়নি; শিক্ষার্থীরাই নিজেরা নম্বর যোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। অনামিকা বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নসহ অন্যান্য বিষয়ে অসাধারণ ফলাফল করেছেন। তার মা বলেন, ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিল অনামিকা, এবং ফেনী ক্যাডেট কলেজের শিক্ষকদের তত্ত্বাবধানেই এ ফলাফল সম্ভব হয়েছে।