Web Analytics

ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিরক্ষা সূত্রের বরাতে জানিয়েছে। বঙ্গোপসাগরের উত্তর অংশে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ার প্রেক্ষাপটে কৌশলগত অবস্থান শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যমান বন্দর অবকাঠামো ব্যবহার করে দ্রুত ঘাঁটিটি কার্যকর করা সম্ভব হবে, যেখানে বিশেষ জেটি ও প্রশাসনিক ভবন নির্মাণ চলছে।

প্রতিবেদন অনুযায়ী, এই ঘাঁটিতে ছোট আকারের আধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে, যা উপকূলীয় টহল, অনুপ্রবেশবিরোধী অভিযান এবং অগভীর পানিতে দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হবে। এতে উচ্চ গতিসম্পন্ন নৌযান ও ৩০০ টন ওজনের যুদ্ধজাহাজ থাকবে, যা সিআরএন-৯১ বন্দুক ও নাগাস্ত্র ড্রোনে সজ্জিত। প্রাথমিকভাবে প্রায় ১০০ জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবে এবং এটি বিশাখাপট্টনমের ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে পরিচালিত হবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের মাধ্যমে ভারত বঙ্গোপসাগরে প্রধান নিরাপত্তা দাতা হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে চায়।

Card image

Related Rumors

logo
No data found yet!