মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের ‘বাউল মহারাজ’ নামে পরিচিত বাউল শিল্পী আবুল সরকারকে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৪ অক্টোবর ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। পরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জে আনা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিত কুরআনের আয়াত ভুলভাবে পাঠ ও ব্যাখ্যা করেন এবং নিজেকে ‘পির’ পরিচয়ে ভক্তদের বিভ্রান্ত করেন। পুলিশ জানায়, ইসলাম অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।