শুরায়ি নেজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বুধবার দুপুর ১২টায়, পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। আজ তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল, ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওল, ত্বলাবাদের সাথে কথা বলেন মাওলানা ফরীদ। জোহরের পর বয়ান করেন মাওলানা ইসমাইল, আসরের পর মাওলানা জুহাইরুল হাসান। এরপর হয় যৌতুকবিহীন বিয়ে। আগামীকাল বয়ান করবেন মাওলানা ফারুক ও আবদুর রহমান।