ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা দাবি করেছে, মিয়ানমারে তাদের ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিনজন শীর্ষ নেতা নিহত এবং বহু সদস্য আহত হয়েছেন। রবিবার ভোরে চালানো এই হামলার দায় ভারত সরকার অস্বীকার করলেও উলফা বলেছে, প্রথম দফায় একজন কমান্ডার ও ১৯ জন আহত হন, আর দ্বিতীয় দফায় আরও দুই শীর্ষ নেতা নিহত হন। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ঘাঁটিতেও হামলা হয় বলে তারা জানায়। উলফা আসামের স্বাধীনতা দাবি করে এবং পিএলএ মণিপুরের। যদিও উলফার একটি অংশ ২০২৩ সালে শান্তিচুক্তি করেছিল, তবু সংঘাতপূর্ণ অঞ্চলে সহিংসতা পুরোপুরি থামেনি।