বাংলাদেশে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় অনলাইনে ও সরাসরি সহিংসতা বা হামলার চেষ্টা করতে পারে বলে শঙ্কা রয়েছে। পুলিশের বিশেষ শাখা বিভিন্ন ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে। যানবাহনে তল্লাশি, পরিবহন কেন্দ্রে নজরদারি ও মোবাইল পেট্রোলসহ বিশেষ অভিযান পরিচালনা করা হবে।