Web Analytics

আখাউড়ায় গত ১৫ মাসে ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষ ও শিশুসহ ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বুধবার দুপুরে গঙ্গাসাগরের অদূরে রেলব্রিজ এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ২ তরুণ নিহত হয়। গুরুতর আহত হয় আরও দুজন। ওই তরুণরা ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত ওই দুজনসহ ১৩ জনের লাশ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। তাদের মধ্যে দুইজন নারী ও ১ জন শিশু রয়েছে। ২০২৪ সালে এক বছরে ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৬জন পুরুষ, ৯ জন নারী ও দুজন শিশু। নিহতদের বেশিরভাগ অজ্ঞাত পরিচয়ের। আখাউড়া রেলওয়ে থানা সেকশনের আখাউড়া-আশুগঞ্জ, আখাউড়া-মন্দবাগ ও আখাউড়া-মুকুন্দপুরের ১শ কিলোমিটার রেলপথের বিভিন্ন স্থানে গেল ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ২ এপ্রিলে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।