Web Analytics

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি রয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদুরো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে মার্কিন সেনারা মাদুরো ও ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। পরে তাদের ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার নেতৃত্বের বিরুদ্ধে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করলে তার পরিণতি মাদুরোর চেয়েও ভয়াবহ হবে। রোববার দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!