Web Analytics

অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি জাতীয় বেতন কমিশনের কাছে ‘সাকুল্য বেতন’ বা ‘পারিশ্রমিক’ নামে নতুন বেতন কাঠামো প্রস্তাব করেছে। এ কাঠামোতে বিদ্যমান সকল আর্থিক ও অনার্থিক ভাতা, যেমন বাসা ভাড়া, টিফিন এবং যাতায়াত ভাতা, একত্রিত করে একটি একক বেতন নির্ধারণ করা হবে। প্রস্তাবিত নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে ১:৬ অনুপাতে, যা বর্তমান ১:১০ স্কেলের পরিবর্তন। এছাড়া চার বছর অন্তর গ্রেড উন্নীতকরণ, সচিবালয় কর্মকর্তাদের জন্য নতুন ভাতা এবং স্বাস্থ্যবিমা ও নববর্ষ ভাতাসহ কিছু সুবিধা পুনর্বহাল করার প্রস্তাব রয়েছে। কর্মকর্তারা বর্তমানে ভাতার পরিমাণ দৈনন্দিন ব্যয় মেটাতে পর্যাপ্ত নয় উল্লেখ করেছেন এবং ন্যায্য বেতন ও একক কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এই প্রস্তাব উন্নত ও উন্নয়নশীল অনেক দেশে প্রযোজ্য।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।