Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি জানান, আসামি ধরার প্রক্রিয়া চলছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুনভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের তথ্য অনুযায়ী, হামলায় জড়িত একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সবার সহায়তায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!