Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। ২৫ নভেম্বর জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই নোটিশে তাকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ২২ নভেম্বর চট্টগ্রামে এক নির্বাচনি সম্মেলনে শাহজাহান প্রশাসন ও পুলিশের ওপর প্রভাব বিস্তারের আহ্বান জানিয়ে বক্তব্য দেন, যা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। তিনি শিক্ষকদেরও দলের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণার নির্দেশ দেন। ব্যাপক বিতর্কের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান জানান, দল শাহজাহান চৌধুরীর বক্তব্যকে সমর্থন করে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।