বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থার অবনতির কারণে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ রাখা হয়েছে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, ৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও সংক্রমণজনিত জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও দুর্বলতা দেখা দিলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, উচ্চমাত্রার অক্সিজেন ও বাইপ্যাপ চিকিৎসায় উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি তীব্র ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ, একিউট প্যানক্রিয়েটাইটিস এবং কিডনি বিকলতার চিকিৎসা নিচ্ছেন। ইকো পরীক্ষায় ‘ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস’ ধরা পড়ায় তাৎক্ষণিক চিকিৎসা শুরু হয়েছে।
মেডিকেল বোর্ড জনসাধারণকে অনুরোধ করেছে অনুমানভিত্তিক তথ্য প্রচার না করতে এবং রোগীর গোপনীয়তা রক্ষা করতে। পরিবার ও চিকিৎসকরা দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।